শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

লালপুরে পৃথক অভিযানে চোলাইমদ ও ফেনসিডিলসহ আটক ৫ 

লালপুর (নাটোর) প্রতিনিধি

লালপুরে পৃথক অভিযানে চোলাইমদ ও ফেনসিডিলসহ আটক ৫ 

নাটোরের লালপুরে পৃথক দুইটি অভিযানে চোলাইমদ ও ফেনসিডিলসহ ৫ জনকে আটক করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। এসময় আটকদের কাছ থেকে ১ হাজার ৩৫ লিটার চোলাইমদ ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

র্যাব জানায়, গত বৃহস্পতিবার রাতে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার মাঝগ্রাম (কানুমোড়) ও দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে উপজেলার দূর্গপুর গ্রামের আশেম মালিথার ছেলে রানা মালিথা (২৬), শ্রী ধীরেন্দ্র নাথ সিংয়ের ছেলে শ্রী শ্যামল কুমার সিংকে (৩৭) আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে উপজেলার কালুপাড়া গ্রামে চেকপোস্ট বসিয়ে ২৪ বোতল ফেনসিডিলসহ ঈশ্বরদী উপজেলার চররূপপুর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মো. রাসেল করিম (৪৫), চরশাহাপুর এলাকার মো. ওহিদুল ইসলামের ছেলে রাকিব রায়হান রকি (২৩) ও আ. লতিফ সরদারের ছেলে মানিক হোসেনকে (২৭) আটক করে।

এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল তিনটি মোবাইল ও নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়। 

আটকদের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি পৃথক মামলা রুজু করে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি)আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

টিএইচ